1. live@www.desherdarpon.com : news online : news online
  2. info@www.desherdarpon.com : দেশের দর্পন :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
‘স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’ অনন্য উদ্যোগে কুষ্টিয়ায় বেওয়ারিশ কুকুরের জন্য ঘর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন কুষ্টিয়ায় যুবদল সভাপতির মুক্তি চেয়ে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে ট্রাকের ওপরে থাকা শ্রমিকের মৃত্যু অর্থ আত্মসাৎ মামলায় কুষ্টিয়ার চাল রশিদ গ্রেফতার ভূল্লী থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় কুমারখালীতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখল নিতে ভাংচুর ও হত্যার হুমকি আশরাফ গ্যাংয়ের কুমারখালিতে আবারও লাল্টু বাহিনীর হামলায় আহত-৫ কুষ্টিয়ায় বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফজলু-মিজান পরিষদের জয় আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান”

গাংনীতে সবজি চাষে ঝুঁকছে চাষিরা

দেশের দর্পণ ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

ধান,পাট বা অন্যান্য ফসলে যে পরিমাণ খরচ তাতে ফসল ওঠার পর মূলধন আর ফিরে আসছে না বললেই চলে।ফসল উৎপাদন খরচ বাড়লেও বিক্রয় করতে গিয়ে চাষীরা ন্যায্য মূল্য পাচ্ছে না।আর এই কারণেই উপজেলার অনেক চাষী বেছে নিয়েছে সবজি চাষ।আর মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এ চাষ।

সবজিতে উৎপাদন খরচ কম হওয়ায় চাষিরা ঝুঁকছে সবজি চাষে।পতিত জমি,পুকুরের পাড়ে,আবাদি জমিতে সবজায়গায় হচ্ছে সবজির চাষ হচ্ছে।আর্থিকভাবে লাভবান হওয়ায় দিন দিন বেড়ে যাচ্ছে এ চাষ। আর এই সবজি চাষ করেই সবচেয়ে বেশি স্বাবলম্বী হচ্ছে চাষিরা।প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে বিঘাপতির ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘরে উঠে।আর বিঘা প্রতি খরচ হয় মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা।

উপজেলায় একাধিক সবজি চাষির সাথে কথা হলে তারা জানান,অন্যান্য যে ফসল আবাদ করা হয় তাতে লোকসান গুনতে হচ্ছে।গত বছর পাটে লোকসান গুনতে হয়েছে।কারেন্ট পোকার আক্রমণে কমেছিল আমনের ফলন।সে ক্ষেত্রে সবজি চাষ করে বেশি লাভবান হওয়া যায়।আর সবজি চাষের মধ্যে সাথী ফসল হিসেবে অন্যান্য ফসলও আবাদ করা যায়।

তেরাইল মাঠের সবজি চাষি মো. আমিরুল ইসলাম বলেন, অন্য ফসল করতে গিয়ে আমি লোকসানে পড়েছি।তাই সবজি আবাদের দিকে ঝুঁকেছি।এবার লাউয়ের আবাদ করেছি আলহামদুলিল্লাহ অনেক লাউ ধরেছে।লাউয়ে কিছু পোকা আক্রমণ করে এটা ঠেকাতে পারলে ভালো লাভ হবে।বিঘাপ্রতি খরচ হয় ১৫-২০ হাজার টাকা।প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে আশা করছি লাভ হবে ৬০ থেকে ৭০ হাজার টাকা।বর্তমানে অনেক চাষি সবজির দিকে ঝুঁকছে।

তিনি আরো বলেন,দেখাদেখি অনেকেই সবজি আবাদের আসার কথা ভাবছে।লাভের ভালো দাম পেয়েছি।অন্য ফসলও আবাদ করে দেখেছি তবে সবজি চাষের মত লাভবান হতে পারেনি।

সবজি চাষি মোহাম্মদ মিরাজ আলী বলেন, আমি সবকিছু চিন্তা করে সবজি চাষের দিকে ঝুকেছি। তাছাড়া অন্যান্য ফসল করে দেখেছি লোকসান গুনতে হয়।এখন মাঠে মোলা,পালং শাক, মরিচ সহ আরো কয়েকটি আবাদ রয়েছে।আর কিছুদিন পরে কফি লাগাবো।আর সবজি আবাদটা আমার সব সময় চলমান থাকবে।তাছাড়া অন্যান্য ফসলের চেয়ে সবজি আবাদ লাভজনক।কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে সবজি আবাদ আরও বৃদ্ধি করবো।

গাংনী কৃষি অফিস সূত্র জানায়, গাংগীতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ১৮’শ হেক্টর জমিতে।

বর্তমানে প্রায় ১২’শ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।এখনও অনেক চাষি নতুন করে সবজি চাষ করছে।সবজি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ উপজেলায়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, সবজি আর্থিকভাবে বেশি লাভবান হওয়ায় দিন দিন চাষিরা সবজি চাষের দিকে ঝুঁকছে।আশা করি চাষিরা তাদের সবজির ন্যায্য মূল্য পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট