মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। ২নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কুষ্টিয়া পৌরসভায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন, সদস্য, জেলা বিএনপি আহবায়ক কমিটি এবং কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
আলোচনা সভাটি পরিচালনা করেন মোহাম্মদ ওবায়দুর রহমান যুবরাজ, সদস্য, কুষ্টিয়া পৌর বিএনপির আহবায়ক কমিটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন: কে. এস. জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি, আবু জাফর চৌধুরী মতিন, সাবেক সভাপতি, কুষ্টিয়া শহর যুবদল
মোহাম্মদ রাকিবুল হাসান রিঙ্কু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা যুবদল
জাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহবায়ক, কুষ্টিয়া শহর যুবদল, কৌশিক আহমেদ রুবেল, যুগ্ম আহবায়ক, কুষ্টিয়া শহর যুবদল
সুমন, শ্রম বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল
হাসনাত রাব্বু, যুগ্ম আহবায়ক, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, কুষ্টিয়া শহর শাখা
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ আলমগীর ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গির খাঁ, আব্দুল হক, হাফিজুর রহমান ডলারসহ কুষ্টিয়া শহরের ১নং ও ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয় অবদান এবং দেশের প্রতি তার অগাধ ভালোবাসা নিয়ে আলোচনা করেন। নেতারা বলেন, “জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম, যিনি স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরত্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন।”
আলোচনার শেষে শহীদ প্রেসিডেন্টের রূহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং উদ্দীপনাময় পরিবেশে সম্পন্ন হয়, যেখানে নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীরাও অংশগ্রহণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।