দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহরের সাবেক নেতা ও বারখাদা ইউনিয়নের সাবেক আমির মোঃ শাজাহান আলী। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের ১৫ নং ওয়ার্ডের জুগিয়া দর্গাপাড়া এলাকায় নিজ বাড়িতে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেন স্থানীয় জনতা ও জামায়াতের নেতাকর্মীরা।
এর আগে শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া শহর জামায়াত। শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। অনুষ্ঠানে নেতারা শাজাহান আলীর ওপর হামলাকারী দোষীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ অক্টোবর এক রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে জুগিয়া দর্গাপাড়া মোড়ে শাজাহান আলীর ওপর বর্বর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী মহিদুলসহ তার বাহিনী । ধারালো অস্ত্রের ৩২টি আঘাতে গুরুতর আহত হন তিনি। জীবনরক্ষার্থে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হয়। তবে সুস্থ হওয়ার পরও বারবার প্রাণনাশের হুমকির মুখে তিনি দেশত্যাগে বাধ্য হন এবং হংকংয়ে আশ্রয় নেন।
সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে দেশে ফিরে আসেন শাজাহান আলী। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উচ্ছ্বাস ও আবেগের সৃষ্টি হয়।