কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজীব হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সজীব কাঠের লাকড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার কাঠের লাকড়ি দিয়ে সরাতে গেলে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা ।
রোববার (১৭নভেম্বর২৪) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকার গাজীপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। মৃত সজীব ওই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাজারপাড়া এলাকায় নানার বাড়িতে বসবাস করতেন সজীবের স্ত্রী ও শিশু সন্তান রয়েছে সে মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের আকতার আলীর ছেলে।
সজীবের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় বেশ কিছুদিন ধরে ট্রাক থেকে জ্বালানি লাকড়ি নামানো ও ওঠানোর কাজ শুরু করে সজীব । প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি করলেও আজকে সকাল সকাল ট্রাক থেকে লাকড়ি নামানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তার কিছুক্ষণ পরেই খবর আসে সজীব আর নেই ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বেশি উচ্চতায় লোড নিয়ে একটি কাঠের লাকড়ি বোঝায় ট্রাক ঝাউদিয়া এলাকায় আসে। এ সময় সড়ক দিয়ে টানা বিদ্যুতের তার সজীবের কাঁধে বেঁধে যাওয়ার উপক্রম হলে তা লাকড়ি দিয়ে সরাতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে সজীব মারা যায়।
দৌলতপুর থানার দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত উপপরিদর্শক (এসআই) নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।