নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় হটাৎ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মুক্তি চেয়ে জেলা যুবদলের পদ প্রত্যাশী নেতাদের পক্ষ থেকে ঝটিকা মিছিল করা হয়েছে। কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের পদ প্রত্যাশিত মাহফুজুর রহমান মিথুনের নেতৃত্বে গত ২৪ নভেম্বর আনুমানিক রাত ১১ টার দিকে কুষ্টিয়া শহরের একতারা মোড়ে ঝটিকা মিছিল করা হয়। ঝটিকা মিছিলে আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবী সহ নানান স্লোগান দিতে দেখা যায়। এই মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওতে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ,কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রশান্তসহ তেরো জন কর্মীকে অংশ নিতে দেখা যায়। এই মিছিল নিয়ে কুষ্টিয়ার সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে বেশ সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি।