চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক সহকারী শিক্ষা অফিসার, সর্ব শান্ত কয়েকটি পরিবার। ভুক্তভোগী সুত্রে জানা যায়, কুষ্টিয়া খোকসা উপজেলার বেতবাড়িয়া, জানিপুর এলাকার আব্দুল জব্বারের কন্যা ও সেলিম রেজা মিন্টু এর স্ত্রী কুমারখালী উপজেলায় চাকরিরত সহকারী শিক্ষা অফিসার মোছাঃ সেলিনা খাতুন প্রায় দুই বছর ধরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার হাতিয়ে নিয়ে বহাল তবিয়তেই আছেন। ভুক্তভোগীরা পাওনা টাকা চাইতে গেলে নানানভাবে হয়রানির স্বীকার হন এমন অভিযোগের ভিত্তিতে কুমারখালি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে সেলিনা খাতুন এর খোঁজ করতেই তার সহকর্মীরা বলেন, সেলিনা খাতুন অফিস করেন না।নাম প্রকাশ না করার শর্তে একজন সহকর্মী জানালেন, সেলিনা খাতুনের কাছে পাওয়া টাকা চাইতে প্রায় লোকজন অফিসে আসে, সেলিনা খাতুনকে সাসপেন্ডে রাখা হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে।এদিকে সেলিনা খাতুন এর সাথে কথা বললে তিনি অপকটে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
তিনি বলেন, আমি ঢাকায় একজনকে বিশ্বাস করে চাকরির জন্য টাকা দিয়েছি, এখন সেই ব্যাক্তির কোন খোঁজ পাচ্ছি না, ফলে যাদের নিকট থেকে টাকা নিয়েছি তাদের টাকা ফেরত দিতে পারছি না আবার তাদের চাকরি দিতে পারছি না। অন্য দিকে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, সেলিনা খাতুন খুবই ধুরন্ধর চালাক, চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের নিকট থেকে নেওয়া পুরো টাকা নিজেই আত্মসাৎ করে ঢাকাতে ফ্লাট,গাড়ী সহ সম্পদ করেছেন।এদিকে পাওনা টাকা ফেরত না পেয়ে শরিফুল ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, প্রায় দুই বছর পূর্বে আমার নিকট থেকে ৪লক্ষ (চার লক্ষ) টাকা ধার নিয়েছিলো পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার নাম করে, কিন্তু আজও আমার পাওনা টাকা পরিশোধ করে নাই।
এ সময় তিনি আরও বলেন, সেলিনা খাতুন দুইটি চেক একটি আইএফআইসি ব্যাংক একাউন্ট নং- ০১৯০৩৫৭৩০০৮১২ চেক নং সিএএন -৩৭৩৯৮২৮ এবং পূর্বালী ব্যাংক একাউন্ট নং- ৪৯৪০১০১০১০১৪৮০২, চেক নং – বি-১২৫-সি-২৪৯৩৩৬৫, দুই লক্ষ করে দুই চেকে মোট চার লক্ষ টাকা লিখে আমার নিকট থেকে টাকা নেয়। এদিকে স্থানীয় একটি বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে, এটিও সেলিনা একজন প্রতারক, তিনি অনেকের নিকট থেকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন, পাওনাদাররা টাকা চাইতে গেলে তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী আত্মীয় বলে নিজেকে পরিচয় দিতেন এবং ভয়ভীতি দেখাতেন।এটিও সেলিনা খাতুন সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তিনি কুষ্টিয়ার পিটিআই সড়কে তৃতীয় স্বামীকে নিয়ে রাজকীয় জিবন যাপন করছেন।