কুষ্টিয়া মিরপুর উপজেলার ইউনিয়নে হুমকির মুখে
তালবাড়িয়ার সামুখিয়া গ্রামের নদীর রক্ষা।
অতি বৃষ্টির ফলে তালবাড়িয়ার ইউনিয়নের পদ্মা নদীর সংলগ্ন বাঁধ হুমকির মুখে পরেছে,
এমতবস্থায় দ্রুত সংস্কার না করা হলে হুমকিতে পরতে পারে কয়েকটি গ্রাম। তালবাড়িয়ার ইউনিয়নের ছাত্র সমাজ জায়গাটা পরিদর্শন করে গভীর উদ্যোগ প্রকাশ করেছে, তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছে। স্থানীয়রা জানাই এই এই বাঁধের কারণে ইউনিয়নটির বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পাচ্ছে কিন্তু বর্তমানে অতিবৃষ্টি এবং নদীতে পানি বাড়ার কারণে ভাঙ্গন সৃষ্টি হয়েছে অতি দ্রুত এটি সংস্কার না করা হলে বাঁধ ভেঙে হুমকির মুখে পড়তে পারে তালবাড়িয়ার বেশ কয়েকটি গ্রাম ভিটেমাটি হারা হতে পারে হাজারো পরিবার। তাই অতি দ্রুত বাঁধ সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী।