কুষ্টিয়ায় নিউজের অনলাইন কপি সোশ্যাল মিডিয়া(ফেসবুকে) পোস্ট করার জেরে দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি হাসনাত রাব্বুকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে । এ ঘটনায় সাংবাদিক হাসনাত রাব্বু নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছে। জিডির সুত্রে জানা যায়, মোঃ হাসনাত রাব্বু (৩২), পিতা- মোঃআব্দুল হান্নান, সাং- ৪৬/১, পলান বক্স রোড, থানাপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া। বিবাদী: ১। মোঃ কামরুজ্জামান নাহিদ (৪৫), ২। মোঃ জাহিদুজ্জামান জাহিদ (৩৭), উভয় পিতা- মৃত নাসির মহরী, সাং- বড় ড্রেনের মোড়, কুঠিপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়াদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে সাধারন ডায়েরী দায়ের করে, জিডিতে তিনি উল্লেখ করেন দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। নিজ এলাকায় মাদক সংক্রান্ত বিষয়ের একটি নিউজের অনলাইন কপি ফেসবুকে পোস্ট করলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হয়ে উক্ত পোস্টের কমেন্টে সাংবাদিক হাসনাত রাব্বু দেখে নেয়ার পাশাপাশি তার পরিবারকে নানা মাধ্যম দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে। কামরুজ্জামান নাহিদ ও তার ভাই জাহিদুজ্জামান জাহিদ উভয়ে জেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং তার বাবা কুষ্টিয়া সাব রেজিস্ট্রার অফিসের এক সময় মুহুরি হওয়ার সুবাদে সেই পরিচয়কে কাজে লাগিয়ে কুষ্টিয়া সদর সাব রেজিস্টার অফিসে দালালীর পাশাপাশি এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত। ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানকে দমন করতে হত্যাকাণ্ডের ঘটনায় এই দুই ভাইও আসামি হিসাবে হত্যা মামলায় এজাহার ভুক্ত রয়েছে। এ বিষয়ে সাংবাদিক হাসনাত রাব্বুর সাথে কথা বললে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন ধরনের সন্ত্রারাসী কর্ম কান্ড রাজনৈতিক ক্ষমতার জেরে বিভিন্ন অপকর্মের সহিত জড়িত এ সংক্রান্ত একটি রিপোর্ট করেন। সেই রিপোর্টের অনলাইন কপি ফেসবুকে পোস্ট করলে কামরুজ্জামান নাহিদ ও জাহিদুজ্জামান জাহিদ দুই সহোদর সোশ্যাল মিডিয়ার কমেন্টে উক্ত নিউজ নিয়ে আজেবাজে মন্তব্যের পাশাপাশি মান-সম্মান নষ্ট করিবে আমার পত্রিকাকে নিয়ে মান হানি মূলক মন্তব্যে দেয় এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। পাশাপাশি একই এলাকার বাসিন্দা হওয়ায় বিভিন্ন মাধ্যম দিয়ে প্রাণনাশেরও হুমকি দেয় এই দুই ভাই। তাই নিজের ও পরিবারের কথা চিন্তা করে কুষ্টিয়া মডেল থানায় এই দুই ভাইকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরি জমা দেওয়া হয়। এই জিডির প্রসঙ্গে থানার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।