ইন্ডিয়ার মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি ও বিজেপির সংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ। রবিবার বাদ আসর কুষ্টিয়া শহরের বড়বাজার জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের ৫ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহরের এনএস রোড, থানা ট্রাফিক মোড় ও ৫ রাস্তার মোড় এলাকা।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল, সেক্রেটারি মাওলানা, সহ-সভাপতি মাওলানা আবু দাউদ, শামসুল হক সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল খালেকসহ ওলামায়ে কেরামগণ। সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোথাও রাসূল সাঃ এর অবমাননা হলে মুসলমানরা চুপ করে বসে থাকতে পারেনা । এই ইস্যুতে সমগ্র উম্মাহ এক হয়ে প্রতিবাদে জেগে ওঠে। ভারতের হিন্দু পুরোহিত আর রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সাংসদ নিতেশ রানে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।