কুষ্টিয়া জেলা বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৪ এ ফজলু-মিজান পরিষদ বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ৪১ জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণ করে । ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। এই নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আসলেন মো. ফজলু রহমান ও মিজানুর রহমানের পরিষদ । কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কার্যালয়ে কুষ্টিয়া বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০শে অক্টোবর বিকাল ৪টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। নির্বাচনের ফলাফলে ফজলু-মিজান পরিষদ তাদের প্রতিদ্বন্দ্বী পরিষদকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়। কুষ্টিয়ায় বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ভোটর ১৭৬ জনের মধ্যে ৪১ জন প্রার্থীর দুই প্যানেলে নির্বাচন করেন এর মধ্যে সভাপতি মোঃ ফজলুর রহমান ভোট পেয়েছেন ১৪৬ ও তার প্রতিদ্বন্দ্বী মোঃ শরিফুল ইসলাম পেয়েছেন ২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মোট ভোট পেয়েছেন ১১৪ এবং প্রতিদ্বন্দী মোঃ ফরিদ হোসেন ভোট ৬১ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পাঁচ জন নির্বাচিত হয়েছে। প্রথম হয়েছেন হাসানুজ্জামান মামুন দ্বিতীয় মোঃ আব্দুল আলিম, ত্বিতীয় হয়েছেন জনাব মেহেদী হাসান খান তুষার চতুর্থ মোঃ অরুপ রায়হান পঞ্চম হয়েছেন শেখ সজীব।মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জনাব মোছাঃ শাহানাজ পারভিন এছাড়াও বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে মোট ৩২ জন নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সভাপতি মো. ফজলু রহমান বলেন, “এই জয় বিচার বিভাগের সকলের জন্য। আমাদের পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের উন্নতি, সেবার মান বৃদ্ধি এবং বিচারক-কর্মচারীদের কল্যাণে কাজ করার জন্য।তিনি আরও জানান, বিচারকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তারা বিশেষ ভূমিকা রাখবেন। নির্বাচিত সাধারন সম্পাদক মিজানুর রহমান বলেন, আমাদের পরিষদ সবসময়ই বিচারকদের পেশাগত উন্নয়নে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ থাকবে। আমরা একসঙ্গে মিলে বিচার বিভাগের সব ধরনের সমস্যার সমাধানে কাজ করব।