কুষ্টিয়ার কুমারখালীতে কল্যানপুর বাজারের চারটি দোকান দখল নিতে ভাংচুর ও হত্যার হুমকি আশরাফ গ্যাংয়ের বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কাওসার আহমেদ। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়,কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যানপুর বাজারের পৈত্রিক সম্পত্তির পাওয়া চারটি দোকান দখল নিতে আশরাফ সিদ্দিক (৬১),পিতা- মৃত আব্দুল জব্বার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উক্ত জমি জোর পূর্বক দখল করিবার চেষ্টা করিতেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবারে (১৪/১১/২০২৪ ইং) সকাল দশ টার দিকে দখলের উদ্দেশ্যে আশরাফ সিদ্দিকের নির্দেশে আদনান হোসেন (৩১), পিতা- মৃত আবু সাঈদ, জাহিদুল ইসলাম (২৫), পিতা- আজিজল সর্দ্দার, সাদমান হোসেন (২৩), পিতা- মোঃ শফিকুর রহমান, মাহাফুজুর রহমান মাসুদ (৪০), পিতা- মৃত আবু সাঈদ, আবু হানিফ মেম্বর (৭১), পিতা- মৃত আমদ শেখ, কুরমান আলী (৬৫), পিতা- মৃত আসকার প্রামানিক, খাইরুল ইসলাম (৩২), পিতা- শুকুর আলী, হাফিজুল ইসলাম (২৮), মাহফুজ হোসেন ওরফে মাফু (২৬), তামিম আহম্মেদ হুমায় (৩০), সর্ব পিতা- রশিক আলী, আব্দুল হান্নান (৪৮), পিতা- মৃত কেরামত আলী, আব্দুল হান্নান (৩৭), পিতা- আবু হানিফ, সর্ব সাং- কল্যানপুর (শিলাইদহ ইউনিয়ন), কুষ্টিয়াগন সহ অজ্ঞাতনামা ৫/৭ জনসহ বিভিন্ন দেশীও অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত ৪ টি দোকানে ভাংচুর করিয়া প্রায় ১০,০০,০০০/= (দশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। যাহার মধ্যে একটি সাইকেলে মেকারের দোকান, একটি জুয়েলার্স এর দোকান, একটি পল্টি মুরগীর দোকান ও মুদি দোকান রয়েছে। বিষয়টির লোক মারফত জানতে পেয়ে ভুক্তভোগী কাওসার ঘটনাস্থলে গিয়ে এহেন কু-কার্য করিতে বারণ করিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। গালিগালাজ করিতে নিষেধ করা মাত্র দেশীও অস্ত্র দেখাইয়া আমাকে বিভিন্ন প্রকার হুমকি ভয়-ভীতি প্রদর্শন সহ হত্যার জন্য এগিয়ে আসলে ভুক্তভোগী কাওসার প্রাণ ভয়ে দৌড়াইয়া স্থান ত্যাগ করে বলে জানা যায়।
ভুক্তভোগী কাওসার আরও জানান, উক্ত দোকান নিয়ে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের রয়েছে। যাহার মামলা নং- ১৯৭/২০২২। মামলাটি বিচারধীন রহিয়াছে এবং উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রহিয়াছে। তবুও আশরাফ গ্যাং বিভিন্ন ভাবে উক্ত জমি জোর পূর্বক দখল করিবার জন্য পায়তারা করিতেছে।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের সত্যাতা প্রমান হলে কঠিন পদক্ষেপ নিওয়া হবে।