বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে কুষ্টিয়ায় সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র অভিভাবক ও তওহিদী জনতা কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক রাজী উদ্দিন আহমাদ শাহীন। পরিচালনা করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী যশোর অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমীর অধ্যাপক খন্দকার এ. কে. এম. আলী মুহসিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
এসময় আরো বক্তব্য রাখেন, জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সূজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় সূরা সদস্য শাজাহান আলী মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, জেলা সুরা কর্মপরিষদ সদস্য হাফেজ রফিক উদ্দিন আহমদ, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইস, শহর শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা শিবির সভাপতি ইমরান খান প্রমূখ। সমাবেশে বক্তরা সদ্য পতন হওয়া সৈরাচার সরকার শেখ হাসিনার নির্যাতনের কথা তুলে ধরেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় সহ বন্যা কবলিত এলাকার সকল মানুষকে আল্লাহ যেন হেফাজত করেন সে লক্ষ্যে দোয়া করা হয়।